Munshipara, Rangpur.

Follow us :
Login/Register

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip

Image
About us

Welcome To ROSBD

মোঃ আলী আকবর খান অধ্যক্ষ জনাব মোঃ আলী আকবর খান ০১ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ পদে যোগদান করেন। ইত:পূর্বে তিনি ঠাকুরগাঁও পলিটেকনিকে ০২ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।

মোঃ আলী আকবর খান

 

অধ্যক্ষ

 

জনাব মোঃ আলী আকবর খান ০১ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ পদে যোগদান করেন। ইত:পূর্বে তিনি ঠাকুরগাঁও পলিটেকনিকে ০২ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। ২০/০৭/২০১৩ খ্রিঃ তারিখ হতে ২৭/১২/২০১৭ খ্রিঃ তারিখ পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এ উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। উক্ত সময়ে তিনি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে প্রায় দুই বছর ছয়মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এ তিন বছর ছয়মাস চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদে কর্মরত ছিলেন। তিনি ০৬/১০/২০০৪ খ্রিঃ তারিখে সরকারী চাকরিতে বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারে চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদে সরাসরি নিয়োগ প্রাপ্ত হয়ে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে প্রথম যোগদান করেন। জনাব মোঃ আলী আকবর খান চাকরি জীবনের সুদীর্ঘ ২৮ বছরের বেশির ভাগ সময় শিক্ষা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি ফলিত গণিত শাস্ত্রের একজন দক্ষ ও নিষ্ঠাবান শিক্ষক। তাঁর অজস্র ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ার,ডাক্তার,প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দেশ-বিদেশে কর্মরত আছেন। তিনি সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ১৯৯৪ খ্রিঃ হতে ২০০৪খ্রিঃ পর্যন্ত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এ প্রভাষক (গণিত) পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৪ খ্রিঃ সালে পবিত্র হজ্জব্রত পালন করেছেন। ২০১৫ খ্রিঃ সালে নানিয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরে Mid-Level-Manager বিষয়ক কোর্সে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি সরকারি কারমাইকেল কলেজ,রংপুর থেকে বিএসসি (সম্মান) গণিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তার সহধর্মিনী মোছাঃ শেহেলা পারভীন, গৃহিনী। পারিবারিক জীবনে তিনি একপূত্র সন্তান এবং এক কন্যা সন্তানের জনক। তিনি দাবা,টেবিল টেনিস,ব্যাডমিন্টন,কেরামবোর্ড ইত্যাদি খেলায় পারদর্শী।